বিশ্বনাথ প্রতিনিধিঃ ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮মে। আজ সোমবার ১৫ই এপ্রিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সকল পদে মোট ২০ জন প্রার্থী ।এতে চেয়ারম্যান প্রার্থী ১১ জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন বলে এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিার্টানিং অফিসার স্বর্ণালী চক্রবর্তি।.
.
চেয়ারম্যান পদে আ.লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ৬ জন বিএনপির সাথে সম্পৃক্ত ৪ জন ও জামায়াতের সাথে সম্পৃক্ত ১ জন সহ মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। .
চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন - তারা হলেন, সিলেট জেলা পরিষদের সদস্য ও বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আ.লীগের সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী, পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শমসাদুর রহমান রাহিন, পৌরসভা আ.লীগের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী এ আর চেরাগ আলী ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম।.
.
বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া বিএনপি নেতা সফিক উদ্দিন। এছাড়া উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী।.
.
ভাইস চেয়ারম্যান পদে যারা রয়েছেন, তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্র্থ সারথী দাশ পাপ্পু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. কাওছার খান, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার ও ইসলাম উদ্দিন।.
.
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলিয়া বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন ও আওয়ামী লীগ নেতা নোয়াব আলীর স্ত্রী করিমা বেগম।.
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল পর্যন্ত , প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতিক বরাদ্দ দেওয়া হব ২৩ এপ্রিল। ভোট গ্রহন ৮মে ২০২৪ ইং।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: