পরিচ্ছন্ন ও আবর্জনা মুক্ত পৌর শহর গঠনের লক্ষে বিশ্বনাথ পৌরসভায় ডাস্টবিন বিতরণের উদ্বোধন করা হয়েছে। .
১/৮/২৩ ইং রোজ মঙ্গলবার বিশ্বনাথ পৌর সভার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মুখে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে পৌর মেয়র মুহিবুর রহমান ডাস্টবিন বিতরণের উদ্বোধন করেন। .
বাসা বাড়ি, অফিস - আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য নির্দিষ্ট স্থানে জমা করে পৌরসভার দায়িত্বে নিরাপদ দুরত্বে ফেলার প্রথম ধাপে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে ও মোড়ে বড় আকারের ১৩টি ডাস্টবিন ও অফিস, বাসাবাড়ি, প্রাতিষ্ঠানিক স্থাপনায় ১০০শত ছোট ডাস্টবিন বিতরণের শুরু করেন পৌর কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে ডাস্টবিনের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানান মেয়র মুহিবুর রহমান। পাশাপাশি ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলার জন্য পৌর বাসীর প্রতি আহবান জানান তিনি। নির্দিষ্ট স্থানে ও ডাস্টবিনে ময়লা আবর্জনা না ফেললে জরিমানা করার বিধান কার্যকর করা হবে এমনটি ও উল্লেখ করা হয়েছে। সপ্তাহে ২দিন পৌরসভার ট্রাকে করে নিরাপদ দুরত্বে অপসারণ করা হবে এসব বর্জ্য। .
উদ্বোধন কার্যক্রমে উপস্থিত ছিলেন, পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী ফজর আলী, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সুমন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী, পৌর প্রকৌশলী ববি মজুমদার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, সাবেক মেম্বার মনজলাল আলী, পৌর সভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। . .
ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়াঃ
আপনার মতামত লিখুন: