পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার সাধারণ নির্বাচন ২০২৩ উপলক্ষে প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে মত বিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব:)। .
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান(অব:)।.
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দীন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা। এসময় ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত থেকে তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে তারা নির্বাচন কমিশনার কে অবহিত করেন।.
মত বিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান(অব:) বলেন, বিগত দিনে সকলের সহযোগিতায় ভাল নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। সামনের নির্বাচন ও মডেল হয়ে থাকবে। পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান(অব:)। একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন এর জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। কেউই আইনের উর্ধ্বে নয় সবাইকে আচারন বিধি মেনে চলতে হবে। কোথাও কোন ত্রুটি দেখা দিলে কর্মকর্তাদের কর্তব্যে অবহেলা করলে অবশ্যই জবাবদিহি করা হবে।.
পরে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব:)।.
ডে-নাইট-নিউজ / পিরোজপুর প্রতিনিধি :
আপনার মতামত লিখুন: