• ঢাকা
  • সোমবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মহেশপুরে হত্যা মামলাকে পূঁজি করে আসামীদের বাড়িঘর লুটপাট ভাংচুরের অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৫৪ পিএম;
মহেশপুরে হত্যা মামলাকে পূঁজি করে আসামীদের বাড়িঘর লুটপাট ভাংচুরের অভিযোগ
মহেশপুরে হত্যা মামলাকে পূঁজি করে আসামীদের বাড়িঘর লুটপাট ভাংচুরের অভিযোগ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর গ্রামে যুবলীগ নেতা হানিফ হত্যার পর আসামীদের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও ক্ষেতের ফসল বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এমনকি পুর্ব শত্রæতার জের ধরে হত্যা মিশনে যারা ছিল না তাদের নাম জড়িয়ে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনটি দাবী করেন আলামপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২১ জুলাই আলামপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শকদের মাঝে সংঘর্ষে যুবলীগ কর্মী হানিফ নিহত হন। এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান ও ইউপি সদস্য আব্দুল মালেকসহ ৬ জনের নামে মামলা করা হয়। .

 .

সংঘর্ষের সময় মামলার আসামীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে ভিডিও ক্লীপে দেখা যায়। এদিকে হানিফ হত্যা মামলাকে পুঁজি করে প্রতিপক্ষরা বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। সংবাদ সম্মেলনে মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, আমাদের মাঠের ফসল, পাকা ধান, কয়েক বিঘা জমির ড্রাগন, কলাসহ বিভিন্ন ফসল মাঠেই নষ্ট হচ্ছে। জমিতে আমাদের যেতে দেওয়া হচ্চে না। যারা মারামারিতে লিপ্ত ছিল তাদের আসামী না করে অন্যদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাসেল হোসেন ও সাইদুর রহমানসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ