রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাছের ঘেরে চুন ছিটানোর সময় নৌকা উল্টে আকরাম মৃধা (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।.
সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পাশে সাত্তার ফকিরের মাছের ঘেরে এ ঘটনা ঘটে। আকরাম মৃধা দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার হাতেম মৃধার ছেলে।আকরামের সঙ্গে থাকা শ্রমিক স্বপন বিশ্বাস বলেন, আমি আর আকরাম একসঙ্গে ঘেরে নৌকা দিয়ে চুন ছিটচ্ছিলাম। হঠাৎ নৌকাটি উল্টে নিচে পড়ে যাই আমরা। আমি কিনারে উঠতে পারলেও আকরাম পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা খোঁজাখুঁজির পর আকরামের মরদেহ উদ্ধার করেন।.
সাত্তার ফকির জানান, আকরাম আমার ঘেরে ১৪ বছর থেকেছেন। আকরামসহ স্বপন বিশ্বাস নৌকাযোগে পানিতে চুন প্রয়োগ করছিলেন। এ সময় অসতর্কতায় নৌকাটি উল্টে নিখোঁজ হন আকরাম। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, আমরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহটি উদ্ধার করি।.
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আকরামের মৃত্যুর বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।. .
ডে-নাইট-নিউজ / আল-আমিন খোকন রাজবাড়ী জেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন: