• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মানবপ্রেমী রক্তদান ফাউন্ডেশনের ইফতার বিতরণ প্রজেক্ট ১ সম্পূর্ণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০৫ পিএম;
মানবপ্রেমী রক্তদান ফাউন্ডেশনের ইফতার বিতরণ প্রজেক্ট ১ সম্পূর্ণ
মানবপ্রেমী রক্তদান ফাউন্ডেশনের ইফতার বিতরণ প্রজেক্ট ১ সম্পূর্ণ

মানবপ্রেমী রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে খুশির ইফতার বিতরন প্রজেক্ট ১ সম্পূর্ণ হয়েছে।.

গতকাল শুক্রবার (২৯ মার্চ) মানবপ্রেমী রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে গাজীপুর-জয়দেবপুরের হাবিবিয়া ইশায়াতুল উলুম মাদরাসার উপস্থিত সকল ছাত্র ও শিক্ষকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।.

ইফতার আইটেমগুলোর মধ্যে ছোলা, পিঁয়াজু, আলুর চপ, বেগুনি, বুরিন্দা, খেঁজুর, তরমুজ, আপেল, পেয়ারা, কলা, পানি ও শরবত দেওয়া হয়।.

সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক মোঃ রাফিজ হাছান বলেন, ‌‌‌‌‘আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় আজ আমরা একটি এতিম খানায় কোরানের পাখিদের ইফতার করাতে পেরেছি। সবার সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। মানবপ্রেমী রক্তদান ফাউন্ডেশন সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ .

মানবপ্রেমী রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম শ্রাবণ বলেন, ‘আমাদের নিজেদের ফান্ডের টাকা এবং শুভাকাঙ্খীদের পাঠানো সহযোগিতায় আমাদের এবারের রমজানের ইফতার বিতরনের ৫টি প্রজেক্টের মধ্যে ১টি সম্পূর্ণ করেছি’। খুব দ্রুতই বাকি ৪টি প্রজেক্ট সম্পূর্ণ করা হবে। মানবিক এ কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এমন কাজ পরিচালনা করার পাশাপাশি দরিদ্ররা একটু স্বস্তি পাবেন। আমাদের বাকি ৪টি ইফতার বিতরনী প্রজেক্টে সহযোগিতা করতে চাইলে। বিকাশ - 01889-721708, নগদ - 01926-001157.

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মাহবুব আলম শ্রাবণ, সহ-সাধারণ সম্পাদক মোঃ রাফিজ হাছান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, প্রচার সম্প্রাদিকা হুমায়রা জান্নাত, কার্যকরী সদস্য খাইরুল ইসলাম প্রমুখ।.

উল্লেখ্যে, সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিনামূল্যে ১২৫০+ ব্যাগ রক্তদান সম্পন্ন করে। এছাড়া সারাবছর বিভিন্ন জেলায় ব্লাড ক্যাম্পেইন, অসহায়দের খাদ্য সহায়তা, দরিদ্র শিক্ষর্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, শীতকালে দেশের বিভিন্নস্থানে কম্বল বিতরণের পাশাপাশি মসজিদের উন্নয়নে সহযোগিতা করে আসছে। . .

ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ