প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বড় শিক্ষক। তিনি আমাদের যে শিক্ষা দিয়েছেন তাই প্রকৃত শিক্ষা। যারা দেশ ও মানুষকে ভালোবাসে তারাই শিক্ষিত। যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা সবসময় দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। আর তারই দৃষ্টান্ত হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আছেন বলেই বৈশ্বিক যুদ্ধেও দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতিদিন দেশ বদলাচ্ছে। দেশের উন্নয়নসাধিত হচ্ছে। এখন সবাই বিশ্বাস করেন, শেখ হাসিনা আছেন কোনো ভয় নেই সব বিপদ তিনিই পার করবেন। বিএনপি এখনো চোখে কালো কাপড় বেঁধে রেখেছেন। দেশে যে এতো উন্নয়ন হচ্ছে তাদের চোখে তা পড়ছে না। তাদের ঠিক কলের গরুর মতোই চোখ বাঁধা। দেশের দারিদ্রবিমোচনের জন্য ১ লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যায় হচ্ছে। তবুও বিএনপি বলে, শেখ হাসিনা সরকার সব লুটপাট করছে।.
গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা আর শুধু ৫ বছর ক্ষমতায় থাকলেই দেশের মানুষ ব্যাপক চমক পাবে। শেখ হাসিনা দেশের প্রতিটি ইউনিয়নে একটি কররে আইটি ভিলেজ গড়ার কাজ করছেন। এতে ডিজিটাল বাংলাদেশ আরো সহজ হবে। এই আইটি ভিলেজ থেকে এলাকার ছেলে-মেয়েরা অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করবে। যা দিয়ে নিজের পরিবারের খরচসহ দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এছাড়াও উপযুক্ত শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষা দরকার। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটব-কম্পিউটার রয়েছে। সেগুলোকে কাজে লাগাতে হবে।
অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, প্রত্যেক অভিভাবক নিজ নিজ সন্তানের ওপর নজর রাখেন। তাদের সাথে বন্ধুর মতো মেলামেশা করুন। যাতে তারা কোনোকিছু গোপন না করে। সন্তানদের মোটরসাইকেল না কিনে দিয়ে তাদেরকে দৌঁড়াতে দিন। তারা যতই দৌঁড়াবে ততই তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। পারলে তাদেরকে ল্যাপটব বা কম্পিউটার কিনে দিন যাতে সেটিকে কাজে লাগিয়ে তারা অর্থ উপার্জন করতে পারে।
দুপুর ১২ টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।.
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারহানা রহমান মুক্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জ্ঞাপনসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিদ্বয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: