মালয়েশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামান। তার মুক্তিতে কোনো শর্ত দেয়নি মালয়েশিয়ার আদালত। এম খায়রুজ্জামানের মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার স্ত্রী রিটা রহমান।.
গত ৯ ফেব্রুয়ারি কুয়ালালামপুর আম্পাং এলাকা থেকে তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।.
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সংবাদ মাধ্যমকে খায়রুজ্জামান বলেন, বাংলাদেশ সরকারের ‘মিথ্যা অভিযোগে’ আটক হওয়ার পর আমি অনেক বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। আমার পরিবারের সদস্যরাও উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছিল। তারা আমার স্বাস্থ্যের জন্য অত্যন্ত চিন্তিত ছিল।.
খায়রুজ্জামানের আইনজীবীদের দাবি, তাদের মক্কেল একজন রাজনৈতিক আশ্রয়প্রার্থী। তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্ডধারী। তিনি কোনো অভিবাসন আইন লঙ্ঘন করেননি। তার বৈধ ভ্রমণ নথিপত্র আছে। তিনি মালয়েশিয়ায় কোনো কাজ করছিলেন না। তাই তাকে আটক করা বেআইনি। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: