হবিগঞ্জের বানিয়াচঙ্গের মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে- শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার ০৬ ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।.
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ১নং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ ও সহকারী শিক্ষক এইচ এম খায়রুজ্জামান রাজিব'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, .
বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রাক্তন শিক্ষক বিপুল ভূষন রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিভাবক বৃন্দ। .
এ সময় বক্তাগন বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়।মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।.
এছাড়াও সমাবেশের মাধ্যমে পরিবারের সদস্যদেরকে শিশু সম্পর্কে সচেতন করে তোলা, শিশুর ঘাটতি গুলো শনাক্ত করে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করা, শিশুর জন্য পরিবারে এবং বিদ্যালয়ে আস্থাশীল পরিবেশ বজায় রাখা, শিশুর পাঠের তদারকি করা এবং পাঠের ক্ষেত্রে শিশুকে আরো আগ্রহী করে তোলার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়। .
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এ অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থী এবং বিজয়ী অবিভাবকদের মাঝে পুরষ্কার বিতরন সহ এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণকারী ৯ জন জি.পি.এ ৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং জাতীয় শিশু প্রতিযোগিতা ২০২০-২১ এ দাবা খেলায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করায় নুসরাত জাহান পুষ্পকে সম্মাননা প্রদান করা হয়। .
এস.এস.সি পরীক্ষার ফলাফলে জি.পি.এ ৫ প্রাপ্তরা হলেন- ইমরানা আজিজ বুশরা,শেখ ইফফাত বিনতে বশির, উম্মে তাবাসসুম জাহান ঐশী, সাদিয়া রহমান তালুকদার,রুনা আক্তার,সৃষ্টি রানী গোপ,সুইটি আক্তার রুমি,জাকিয়া সুলতানা হিমি,আশরাফুল আলম খান।. .
ডে-নাইট-নিউজ / রিতেষ কুমার বৈষ্ণব-
আপনার মতামত লিখুন: