• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই ১৪ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৭ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ১২:৪৪ পিএম;
রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই ১৪ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই ১৪ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায়  ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩টি বসতঘর। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড মকবুল সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন। ক্ষতিগ্রস্ত এক পরিবারের দাবী-পূর্ব শত্রæতার জেরে এই অগ্নিসংযোগ করা হয়েছে।.

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে স্থানীয় বাহদুর ইসলামের বসতঘর থেকে হঠাৎ আগুন লেগে মুহুর্তে তা পাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে তার বসতঘর ছাড়াও জাফর মিয়া ও আমিনুল হকের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এই তিন বসতঘরে ৬টি পরিবার বসবাস করতো বলে জানা যায়। তাদের নগদ ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্তত ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেছেন।.

অগ্নিকান্ডের সুত্রপাত সম্পর্কে ক্ষতিগ্রস্ত বাহদুর ইসলাম বলেন, “অগ্নিকান্ডের সময় আমাদের ঘরে কেউ ছিল। এই সুযোগে কেউ অগ্নিসংযোগ করতে পারে বলে তার ধারণা। পার্শ্ববর্তী একটি পরিবারের সাথে তাদের দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘরে কেউ না থাকার সুযোগে তারাই এই ঘটনা ঘটাতে পারে।”  .

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, অগ্নিকান্ডের খবরে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকান্ডের সুত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।. .

ডে-নাইট-নিউজ / শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ