শিমুল পারভেজ টিটুল রাজবাড়ী :রাজবাড়ী জেলা শহরের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা হলো হাসপাতাল সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে পাবলিক হেলথ মোড় থেকে দুই নম্বর রেলগেট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া গর্তে পড়ে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।.
.
সড়কটির দুইপাশে রয়েছে সরকারি দুটি হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, স্কুল-কলেজ, বিদ্যুৎ অফিস, জেলা আনসার কমান্ডন্টের কার্যালয়, খাবার হোটেল, বসতবাড়িসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অফিস। দ্রুত রাস্তটি সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারী, ব্যবসায়ী ও যানবাহনের চালকরা। এছাড়া রাস্তার ধুলাবালিতে ভোগান্তি পোহাচ্ছেন সড়কের পাশে অবস্থানকারীরা।রাজবাড়ী বড় বাজারে প্রবেশের একমাত্র বিকল্প পথ হাসপাতাল সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন রোগীদের যাতায়াতসহ ছোট-বড় যানবাহন বাজারে প্রবেশ ও শহরের বাইরে আসা-যাওয়া করে। এছাড়া সড়কটি পৌরসভার মূল সড়কের বাইপাস হওয়ায় বড় ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করে। ফলে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।.
পথচারী আলম মিয়া বলেন, গাড়ির চাপে রাস্তার পাশ দিয়ে হাঁটতে ভয় লাগে। ছোট ছোট যানবাহনের পাশাপাশি বড় বড় বালু ও মালবাহী ট্রাক চলাচল করে। এসময় কিছু কিছু স্থানে ধুলায় চোখ মুখ অন্ধকার হয়ে যায়। রাস্তার অনেক স্থানে ভাঙা। দ্রুত রাস্তাটি সংস্কার প্রয়োজন। তা না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: