রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খাদমরপাড়া এলাকায় জমি জবর-দখলের চেষ্টাকারিদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। জানা যায়, গত (মঙ্গলবার) ১ আগষ্ট দুপুরে ওই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে ছিদ্দিক আহমদ, আবদুল আজিজের ছেলে আবুল কালাম আজাদ ও আবুল বশর, মৃত শাহ আলমের ছেলে নুরুল হকের স্বত্ত দখলীয় জমি জবর-দখলের চেষ্টা চালায় স্থানীয় একটি ভূমিদস্যু চক্র।.
স্থানীয় আলী আহমদের ছেলে আবদুর রহমান (পেঠান), শফিউল আলমের ছেলে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, আবদুল্লাহ ও আকবর আহমদ প্রকাশ লালুর ছেলে সিরাজ। তাদের নেতৃত্বে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও লাটিসোটা নিয়ে জোরপূর্বক জমি দখল শুরু করে। এসময় খবর পেয়ে ওয়ারেন্টভুক্ত আসামীকে আটকের জন্য ঘটনাস্থলে যান রামু থানার সহকারি উপ-পরিদর্শক ইমদাদুল হক। পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্শর্বর্তী ধলিরছড়া খালে ঝাপ দিয়ে পালিয়ে যান ওয়ারেন্টভুক্ত আসামী আবদুল্লাহ ও সিরাজ। এসময় জবর-দখলে আসা অন্যান্যরা পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যান।.
জমির মালিক আবুল কালাম আজাদ ও ছিদ্দিক আহমদ জানান- ওই এলাকার মৃত আলী আহমদের ছেলে আবদুর রহমান পেঠান, হাফেজ আহমদের ছেলে নাছির উদ্দিন, আকবর আহমদ প্রকাশ লালুর ছেলে সিরাজ, শফিউল আলমের ছেলে আবদুল্লাহ, শহীদ উল্লাহ, জাহেদ এর নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র তাদের স্বত্ত দখলীয় জমি দখলের উদ্দেশ্যে জোরপূর্বক চাষাবাদ শুরু করে। সূত্রে জানাযায়, জবর-দখলকারিদের মধ্যে আবদুল্লাহ ও সিরাজ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন।.
এদিকে জমি দখলের ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামী থাকার বিষয়টি এলাকাবাসী পুলিশকে অবহিত করলে এরই প্রেক্ষিতে রামু থানার উপ-পরিদর্শক (এএসআই) ইমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী আবদুল্লাহ ও সিরাজকে আটকের চেষ্টা চালান।.
রামু থানার থানার উপ-পরিদর্শক (এএসআই) ইমদাদুল হক জানান- আবদুল্লাহ ও সিরাজ নামের দুইজন ওয়ারেন্টভুক্ত আসামীকে ধরার জন্য তিনি ওই এলাকায় গিয়েছিলেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পার্শর্বর্তী খালে ঝাপ দিয়ে পালিয়ে যাই।.
ডে-নাইট-নিউজ / আমান উল্লাহ আনোয়ার
আপনার মতামত লিখুন: