কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্গম পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাব-১৫। এসময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটে বলে জানাযায় । কক্সবাজা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পাশেই পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এ সময় ১০টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়।.
সোমবার (৮ নভেম্বর) ভোরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের এক্স-৪ ক্যাম্পের পাশেই পাহাড়ে এ অভিযান চালানো হয়। আটক কৃতরা হলেন- কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলে বাইতুল্লাহ (১৯), তার বড় ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছুন (২৪)। এ বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র এ কারখানায় অস্ত্র তৈরি করে আসছিল। এখান থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ক্যাম্পে নজরদারি বাড়ানো হয়। পরে কারখানাটির সন্ধান নিশ্চিত হওয়ার পর সোমবার ভোরে অভিযানে যায় র্যাবের একটি টিম। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে থাকে। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। দীর্ঘ সময় গোলাগুলির পর কারখানাটি ঘিরে ফেলে র্যাব সদস্যরা। এতে কারখানা থেকে ৩ রোহিঙ্গাকে আটক করা হয়। তিনি বলেন আরও অনেকে পালিয়ে যায়। এরপর অস্ত্রের কারখানা থেকে দেশীয় ১০টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সবকিছু মিলিয়ে সকাল ৮টার দিকে অভিযানটি শেষ হয়। মেজর মেহেদী হাসান আরও বলেন, ক্যাম্প গুলোতে সন্ত্রাসীদের তৎপরতা ঠেকাতে কাজ করছে র্যাবের সদস্যরা। আটক কৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে.
.
ডে-নাইট-নিউজ / আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার
আপনার মতামত লিখুন: