লক্ষ্মীপুরে চলাচলের রাস্তা বন্ধ, প্রতিবাদ করায় হামলা
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:০৬ পিএম;
লক্ষ্মীপুরে চলাচলের রাস্তা বন্ধ, প্রতিবাদ করায় হামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মসজিদে চলাচল রাস্তা বন্ধ করে দিয়েছে তসলিম নামের এক প্রভাবশালী। এতে প্রতিবাদ করায় মসজিদ কমিটির সভাপতি সহ অন্যদের উপর হামলা চালায় তসলিম ও তার লোকজন।
ঘটনাটি গত ১১মার্চ জোহরের নামাজের পর কমলনগর উপজেলার চর মার্টির ইউনিয়ন উত্তর চর মার্টিন গ্রামের মসজিদে এ কোবার সামনে ঘটে। হামলায় মামুন, আলমগির, গিয়াস উদ্দিন, সাগর সহ বেশ কয়েকজন মুসল্লী আহত হয়।
অভিযুক্ত তসলিম উত্তর চর মার্টিন গ্রামের ইউনুসের বাড়ির ইউনুসের ছেলে ও স্থানীয় বিএনপি নেতা বলে জানা যায়।
মসজিদে এ কোবার সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ও স্থানীয়রা বলেন, তসলিম ও তার পরিবারের লোকজন এলাকায় প্রভাব খাটায়। তারা প্রভাবখাটিয়ে মানুষের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে। কেউ প্রতিবাদ করলে তার উপর হামলা চালায়। এ নিয়ে কয়েকটি ঘটনা ঘটিয়েছে তসলিম ও তার পরিবারের লোকজন। আমরা এর সুষ্ঠু প্রতিকার চাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত তসলিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে বলেন, যাতায়াতের রাস্তা নিয়ে মারামারি ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের আহত হয়েছে। এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
.
ডে-নাইট-নিউজ /
সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: