• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শপথ নিলেন বিপিএসসি’র সদস্য কক্সবাজারের হেলালুদ্দিন আহমদ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৫৩ পিএম;
শপথ নিলেন বিপিএসসি’র সদস্য কক্সবাজারের হেলালুদ্দিন আহমদ
শপথ নিলেন বিপিএসসি’র সদস্য কক্সবাজারের হেলালুদ্দিন আহমদ

সরকারের সাবেক সিনিয়র সচিব, কক্সবাজারের কৃতি সন্তান হেলালুদ্দিন আহমদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) এর সদস্য পদে শপথ নিয়েছেন।.

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বুধবার ১৭ মে সুপ্রীম কোর্টে তাঁর কার্যালয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদে সদ্য নিয়োগ পাওয়া হেলাল উদ্দিন আহমদ’কে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান।.

গত ১১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা’র এক প্রজ্ঞাপনে পিআরএল ভোগরত হেলালুদ্দিন আহমদকে আগামী ৫ বছরের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সদস্য পদে নিয়োগ দেওয়া হয়। কক্সবাজারের ঈদগাঁহ উপজেলার ইসলামাদের সন্তান, বর্তমানে কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ার ছরার বাসিন্দা, ঢাকাস্থ কক্সবাজার সমিতির সভাপতি হেলালুদ্দিন আহমদ ২০২২ সালের ২৩ মে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হতে পিআরএল-এ যান .

বুধবার শপথ নেওয়ার পর কক্সবাজারবাসীর অহংকার হেলালুদ্দিন আহমদ তাঁর নিজস্ব ফেসবুক আইডি-তে একটি স্ট্যাটাস দিয়ে বলেন- সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হিসেবে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক শপথ গ্রহণ। সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হিসেবে নিযুক্ত করায় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।. .

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ