বেনাপোল বন্দরকে সচল রাখতে নেয়া হয়েছে সমন্বিত উদ্যোগ। জোনাল অফিস নিয়ন্ত্রিত বেনাপোল সাব জোনাল অফিস বেনাপোল বন্দরে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহকারী জেনারেল ম্যানেজার আসাদুজ্জামানের নেতৃত্বে আলোর গেরিলা নামক ৫ টি টিম পৃথকভাবে কাজ করে যাচ্ছে। ৭ টি ফিডারের আওতায় ৩৫ হাজার গ্রাহক নিয়ে বেনাপোল সাব জোনাল অফিসের কার্যক্রম শুরু হয় গতবছর।
সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার জানান, ইতিমধ্যে বিদ্যুৎতের সিস্টেম লস ৮.২৩ থেকে কমে ৮.২১ এবং বকেয়া বিদ্যুৎ বিল একশ শতাংশ থেকে কমে ০.৮৬ সফলতা অর্জন করেছে। প্রায় ৫০ লাখ ইউনিট চাহিদার লক্ষ্য পূরণে বেনাপোল সাব জোনাল অফিস কাজ করে যাচ্ছে। যার প্রেক্ষিতে গত জুন মাসে ৩ টি আংশিক ইউনিয়ন সমন্বয়ে গঠিত বেনাপোল সাব জোনাল অফিস গত জুন ২৩ মাসে বিদ্যুৎ বিক্রি করে রাজস্ব আদায় করেছে ৩ কোটি সাড়ে ১১ লাখ টাকা।.
গ্রাহক সচেতনতা রোধে লিফলেট বিতরণ এবং গ্রাহক সেবা নিশ্চিত করতে গ্রাহকদের সরাসরি অফিসে যোগাযোগ করতে মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎতের অবৈধ ব্যবহার রোধে গ্রাহক উদ্বুদ্ধকরণ সভার পাশাপাশি পল্লী বিদ্যুৎ অফিস কে দালাল মুক্ত করতেও মাইকিং করে সর্তক করা হচ্ছে গ্রাহকদের।. .
ডে-নাইট-নিউজ / মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: