টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের অন্তর্গত দামিয়া পাড়া গ্রামে মরহুম মাওলানা খুরশিদ আলম এর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৬/০৩/২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ মোঃ আতোয়ার রহমান এমবিবিএস বিসিএস এমডি ( পালমোনোলজী) । খোঁজ নিয়ে জানা যায়,সকাল ১০ঃ০০ ঘটিকা থেকে শুরু হয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প বেলা ৪ ঘটিকা পর্যন্ত চলে। উক্ত ফ্রি মেডিকেলে এলাকার আশেপাশের অসংখ্য লোকজন চিকিৎসা সেবা নিতে আসেন। ফ্রি চিকিৎসা নিতে আসা লোকজনের ব্লাড প্রেসার ডায়াবেটিস পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়। উল্লেখ্য যে , মরহুম মাওলানা মোঃ খুরশিদ আলম ১৯৯৫ সালের ২৬ শে মার্চ বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করিয়াছিলেন। জীবিত অবস্থায় তিনি কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এবং কালিয়া ইউনিয়নের কাজী ছিলেন। ডাঃ মোঃ আতোয়ার রহমান মরহুম মাওলানা খুরশিদ আলমের সন্তান। ডাঃআতোয়ার রহমান বলেন, আব্বার মৃত্যুবার্ষিকীতে মানুষের সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আব্বার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি আল্লাহতালা যেন আব্বাকে জান্নাত নসিব করেন। আমিন.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: