• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সখীপুরে হাইস্কুলের ভবন উদ্বোধন ও কলেজ শাখার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২২ পিএম;
সখীপুরে হাইস্কুলের ভবন উদ্বোধন ও কলেজ শাখার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি
সখীপুরে হাইস্কুলের ভবন উদ্বোধন ও কলেজ শাখার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি

সখীপুর উপজেলার কালিয়া আড়াই পাড়া ডাকাতিয়া মাজেদা মসজিদ উচ্চ  বিদ্যালয়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নতুন করে মহাবিদ্যালয় স্থাপনের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন।.

 রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভবন উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম। স্কুল পরিচলনা পর্ষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াকুব আলী সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সখিপুর পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রিন্সিপাল আলীম মাহমুদ, শিক্ষা অফিসার জিল্লুর রহমান আনম। .

এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে  বলেন, নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের সূচনা হলো। মফস্বল এলাকায় উন্নতমানের শ্রেণি কক্ষ, ওয়াশরুম, বাথরুমসহ নানা সুবিধা সম্পন্ন একাডেমিক ভবন হওয়া শিক্ষা প্রসারে এগিয়ে যাওয়া।.

 যা বর্তমান সরকার এ বিদ্যালয়ে করে দিয়েছেন। নানা সুবিধা সম্পন্ন উন্নতমানের একাডেমিক ভবন পেয়ে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছে। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় এমপি মহোদয় বলেন এই ভবন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সবাইকে আওয়ামী লীগ তথা নৌকার প্রতি ঐক্যবদ্ধ থাকতে বলেন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ