দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সমবায় কর্মকর্তার অফিস কক্ষটি ছোট হওয়ায় সেবাগ্রহীতাদের দাঁড়িয়ে নিতে হয় সরকারি সেবা। জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধারাও সেবা নিতে আসলে থাকতে হয় দাঁড়িয়ে। এমন অবস্থায় বিব্রত হয়ে পড়েন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।.
সোমবার সরেজমিনে ওই কর্মকর্তার কক্ষে গিয়ে দেখা যায়, কর্মকর্তার কক্ষটি অধিক ছোট আকারের। চারটি সমবায় সমিতির প্রায় ৭/৮ জন নেতৃবৃন্দ সেবা নিতে এসেছিলেন সমবায় অফিসে। এসময় দু’একজন বসার আসন পেলেও অধিকাংশ সেবাগ্রহীতারাই ছিলেন দাঁড়িয়ে। কেউ কেউ ছিলেন বাহিরে দাঁড়িয়ে। এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়েই সরকারি সেবা গ্রহণ করতে হচ্ছে উপজেলাবাসীকে।.
নামপ্রকাশে অনিচ্ছুক ওই অফিসের এক কর্মচারী বলেন, সমবায় কর্মকর্তার কক্ষটি অত্যন্ত ছোট আকারের। সেখানে টেবিল-চেয়ারসহ আলমিরাতে পরিপূর্ণ হয়ে গেছে অফিসটি। ফলে সেখানে সেবাগ্রহীতাদের বসার আসন দেয়া সম্ভব হয়না। দুটো চেয়ার আছে সেখানেই ভাগাভাগি করে বসেন সেবাগ্রহীতারা। কিছুদিন পূর্বে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নেতৃবৃন্দরা এসেছিলেন অফিসে। তাদেরকে বসার আসন দেয়া সম্ভব হয়নি কর্মকর্তার কক্ষে। ফলে ওই কর্মকর্তা নিজেও দাঁড়িয়ে সেবা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণকে।.
কাজীহাল ইউনিয়ন থেকে এক সমবায় সমিতির নেতৃত্বদানকারী শহিদুল ইসলাম বলেন, উপজেলা সমবায় অফিস খুবই গুরুত্বপূর্ণ একটি অফিস। সকল সমিতির মানুষের যাতায়াত ওই অফিসে। কিন্তু অফিসের আকার ছোট হওয়ায় সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। বসে সেবা গ্রহণ করা সম্ভব হয়না। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই অফিসটি প্রশস্তকরণের। যাতে কোনো সেবাগ্রহীতাকে এসে দাঁড়িয়ে থাকতে না হয়।.
আরেক সেবাগ্রহীতা ষাটোর্ধ্ব মজিবর রহমান বলেন, ফুলবাড়ী উপজেলার সকল সরকারি দপ্তরে সবার আসন পর্যাপ্ত থাকলেও উপজেলা সমবায় অফিসে তা নেই। এতো গুরুত্বপূর্ণ একটি অফিস কক্ষ চাহিদানুযায়ী অনেক ছোট। সেখানে বসার আসনও খুবই কম, মাত্র দুটি। আমি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। অফিসটি বড় করা হোক।.
এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলামকে তার মুঠোফোনে একাধিকবার ফোনকল করা হলে তিনি ফোনকলটি গ্রহণ করেন’নি।.
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, উপজেলা সমবায় কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, প্রকল্প গ্রহণ করা হচ্ছে, প্রকল্প পেলে অফিস সংস্কার করা হবে।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: