গেল (২৪ নভেম্বর) ২০২৪ ইং বিকালে সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে নেপালের কাঠমুন্ডুতে এক অনুষ্ঠানে মো: বশির আহমেদ এর .
হাতে পুরস্কার তুলে দেয় নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ও নেপাল প্রেস কাউন্সিল চেয়ারম্যান বাল কৃষ্ণা বাসনেট।.
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আরো পুরুস্কারে ভূষিত হন নাহিদ হোসেন, জাকির হোসেন জিতু, রায়হান পারভেজ, মো: মিজানুর রহমান, কে এম শরীফ ইমতিয়াজ, শাহ মহিউদ্দিন শাহিন, মাহবুবুর রহমান চঞ্চল, প্রদীপ চন্দ্র দে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পৃথ্বী সুব্বা গুরুং, (মাননীয় মন্ত্রী,যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, নেপাল ) বিশেষ অতিথি : রামেশ্বর আরিয়াল,চেয়ারম্যান কেএমসি গ্রুপ,নেপাল, বাল কৃষ বাসনেট, নেপাল প্রেস কাউন্সিল চেয়ারম্যান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ড. নটরাজ রায় (পিএইচডি) ভারত, সভাপতি, সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এছাড়া পরবর্তীতে (১২ ডিসেম্বর) ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় হোটেল অরনেট (থ্রি স্টার), বিজয়নগর ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সার্ক জার্নালিস্টি এসোসিয়েশন কর্তৃক নেপালে সার্ক গ্লোবাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন মো: বশির আহমেদ। তাকেও উক্ত অনুষ্ঠানে পুনরায় সম্মানের সাথে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন সৈয়দ মার্গুম মোর্শেদ। (সাবেক তথ্য সচিব বাংলাদেশ সরকার ).
.
.
বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ (পরিচালক- এনটিভি ) বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন.
.
.
প্রফেসর ড,হামিদা খানম অধ্যাপক- (ঢাকা বিশ্ববিদ্যালয়, সভাপতি বাংলাদেশ প্রানি বিগ্গান সমিতি ) এছাড়াও আরো সন্মানীত অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা, কেয়া চৌধুরী (সভাপতি জিসাস কেন্দ্রীয় কমিটি) বিশিষ্ট চলচ্চিত্র নায়িকা রোমানা ইসলাম মুক্তি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিন্টু আনোয়ার (সাংবাদিক কলামিস্ট) অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সালাম মাহমুদ (নির্বাহী সভাপতি সার্ক জানালিষ্ট এসোসিয়েশন। অ্যাওয়ার্ড এর বিষয়ে মো: বশির আহমেদ এর কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, অ্যাওয়ার্ড একটি সম্মানের বিষয় যার সাথে কোন তুলনা হয় না। তবে অনুভূতি টা সত্যি আনন্দের। আমি প্রিয় প্রদীপ চন্দ্র দে বাবু ভাই সহ সার্ক জার্নালিস্টি এসোসিয়েশনের সকলের প্রতি চির কৃতজ্ঞ।.
ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার
আপনার মতামত লিখুন: