সেন্টমার্টিন কোস্টগার্ডের অভিযানে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২৩৭টি বিয়ার জব্দ করা হয়েছে।.
গতকাল শনিবার (৮ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।.
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদকের একটি চালান মায়ানমার হতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ হয়ে কক্সবাজার পাঁচার করা হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শনিবার ০৮ এপ্রিল ২৩ আনুমানিক ৪টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন্স ছেড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। .
অভিযান চলাকালীন সময়ে ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাঁচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ০২ টি পরিত্যাক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে বস্তা দুটি তল্লাশী করে ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ২৩৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। এসময় পাঁচারকারীদের কাউকে খুঁজে না পাওয়ায় আটক করা সম্ভর হয়নি। .
তিনি আরও জানান, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।.
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান
আপনার মতামত লিখুন: