চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে দেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৮৮ হাজার ৭৯২ জন যাত্রী। .
সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৮৯৯৪ জন। এর মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। .
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছর হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে ৩ হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।.
গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।.
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: