চুনারুঘাটে আন্তঃ জেলা চোরচক্রের সদস্য জসিম (২২) কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশ সোপর্দ করেছেন স্থানীয় জনতা।.
উপজেলার পাকুড়িয়া ব্রিজ এলাকা থেকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। আটক জসিম উপজেলার রানিগাঁও ইউনিয়নের আব্দুল মনাফের ছেলে।.
এদিকে, আটককৃত জসিম পুলিশের জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করলে তাকে নিয়ে পুলিশ চুরি হওয়া নগদ ৩৯ হাজার টাকা ও সরঞ্জাম উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা।.
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গাজিগঞ্জ বাজারে শিমুল এন্টারপ্রাইজে চুরি সংঘটিত হয়। জসিমসহ একদল চোর দোকানের পিছনে কাঠের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা দোকানে থাকা পৌনে দুই লাখ টাকা বিকাশ ও ফ্লেক্সিলোডের মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। ঘটনার পরদিন দোকানের স্বত্তাধিকারী শিমুল দোকানে এসে সিসিটিভির ফুটেজ দেখে চুরি জসিমকে সনাক্ত করেন।.
বিষয়টি তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ফুল মিয়াকে অবগত করেন । এতে জাহাঙ্গীর মিয়া চোর জসিমকে জিজ্ঞাসাবাদ করলে সে এবং তার পিতা চড়াও হয়ে উঠে এবং মেম্বারকে আক্রমণ করার চেষ্টা করে।.
এ সময় স্থানীয় জনতা তার পিতা ও চোর জসিমকে উত্তম মাধ্যম দিয়ে পাকুড়িয়া ব্রিজের কাছে আটকে রেখে পুলিশে খবর দেয়। চুনারুঘাট থানার এসআই সনজিত চন্দ্রনাথ ঘটনাস্থলে পৌছলে পিতা-পুত্রকে সৌপর্দ করেন জনতা। তবে দোকানের স্বত্তাধিকারী শিমুল বাদী হয়ে জসিমের বিরুদ্ধে থানায় চুরির মামলা দিলে পুলিশ তাকে কারাগারে পাঠায়।. .
ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:
আপনার মতামত লিখুন: