• ঢাকা
  • সোমবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১৮ এএম;
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মো: উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার (২১ আগস্ট) সদর থানায় পুলিশ এসল্ট বিস্ফোরক আইনে মামলা দুটি করা হয়। মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে। দুটি মামলায়ই শতাধিক জনের নাম উল্লেখ করা হয়েছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। বিষয়টির আইনি প্রক্রিয়া চলমান।.

এর আগে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ আগস্ট) হবিগঞ্জ জেলা বিএনপি শায়েস্তানগর এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি শায়েস্তানগর পয়েন্ট হয়ে ঈদগাহ রোড ঘুরে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছে। এসময় নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন। তখন পুলিশ বাধা দিরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।.

এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস রাবার বুলেট নিক্ষেপ করে। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ। এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব আহত হন। তাকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিএনপি নেতাকর্মীদের মধ্যে গুলিবিদ্ধ হন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়ালসহ বেশ কয়েকজন।.

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ