• ঢাকা
  • সোমবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হাঁস চুরি নিয়ে সংঘর্ষে শৈলকুপায় পাঁচজন জখম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০৬ পিএম;
হাঁস চুরি নিয়ে সংঘর্ষে শৈলকুপায় পাঁচজন জখম
হাঁস চুরি নিয়ে সংঘর্ষে শৈলকুপায় পাঁচজন জখম

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় হাঁস চুরি নিয়ে সোমবার সকালে আওয়ামীলীগের দু’গ্রপের মধ্যে  সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গত ৬ সেপ্টেম্বরের কুমার নদ থেকে দহকোলা গ্রামের সিতাব খার ১১টি হাঁস চুরি করে বাড়িতে রেখে দেয় একই গ্রামের শ্যামচাঁদের ছেলে নীলচাদ। এ ঘটনা জানাজানি হলে হাঁস মালিক সিতাব খাঁ গোকুলনগর গ্রামের বাসিন্দা ও তার সামাজিক দলের মাতুব্বর সেকেন্দার বিশ^াসের সঙ্গে নীলচাদের বাড়িতে ঘটনাটি জানতে যান। নীলচাঁদ ক্ষুদ্ধ হয়ে তার সামাজিক মাতুব্বর গোকুলনগর গ্রামের আমজাদ বিশ^াসকে জানালে সেকেন্দার বিশ^াসকে মারধর করে। এ নিয়ে আওয়ামীলীগের মতিয়ার মেম্বর ও লাল চাঁদ সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে হামলার ঘটনায় শৈলকুপা থানায় সেকেন্দার বিশ^াসের ভাই শুকুর বিশ^াস বাদী হয়ে আমজাদসহ ৬ জনকে আসামী করে মামলা করেন। রোববার মামলার আসামীরা জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসেন এবং সোমবার সকালে সেকেন্দারের বাড়িতে হামলা চালায় আমজাদ সমর্থকরা। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় সেকেন্দারের ছেলে আলমগীর টেটাবিদ্ধসহ ৫ ব্যক্তি আহত হন। আহতদের শৈলকুপা ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। টেটাবিদ্ধ আলমগীরকে ঢাকায় পাঠানো হয়েছে। ওসি আরো জানান, এলাকার আইনশৃংলা নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ