রাজবাড়ীর পাংশায় কেজি দরে তরমুজ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ ব্যবসায়ী ও আড়তদারকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ দণ্ড দেন।পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।.
.
তিনি বলেন, কৃষকের ক্ষেত থেকে লট আকারে (প্রতি পিস ৩০-৫০ টাকা) তরমুজ কেনা হয়। পরে সেই তরমুজ বাজারে এনে সাধারণ মানুষকে জিম্মি করে ৩৫-৪০ টাকা কেজি হিসেবে প্রতি পিস ২০০-৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ অপরাধে ৯ ব্যবসায়ী ও আড়তদারকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।. .
ডে-নাইট-নিউজ / আল-আমিন খোকন রাজবাড়ী জেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন: