• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

২৪ ঘন্টা অক্সিজেন সেবা দিবে ডোমার পৌরসভা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০৪ পিএম;
২৪ ঘন্টা অক্সিজেন সেবা দিবে ডোমার পৌরসভা
২৪ ঘন্টা অক্সিজেন সেবা দিবে ডোমার পৌরসভা

নীলফামারী প্রতিনিধিঃ এখন থেকে ২৪ ঘন্টা অক্সিজেন সেবা দিবে ডোমার পৌরসভা। এ উপলক্ষে যাবতীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে। বুধবার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনা মুলক কার্যক্রম শেষে পৌর কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ডোমার পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু। তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে মাক্স পরিধানের পাশাপাশি সকলকে সচেতন হতে হবে। সকলেই সচেতন হলে করোনা মোকাবেলা সহজ হয়ে যাবে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম গ্রহন করা হবে বলেও জানান মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু। এর আগে ডোমার পৌরসভার আয়োজনে পৌর কার্যালয় থেকে মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানুর নেতৃত্বে সকল কাউন্সিলরদের অংশগ্রহনে কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা মূলক প্রচারনা উপলক্ষে বণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ন সড়ক পদক্ষিন শেষে পথচারীদের মধ্যে মাক্স বিতরণ করেন মেয়র ও কাউন্সিলররা। এ সময় কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, প্যানেল মেয়র সেলিম রেজা, কাউন্সিলর জুয়েল ইসলাম, কাউন্সিলর কাওসার আলম, ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর উজ¦ল কানজিলাল, দুলাল রায়সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 .

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ