রাজধানী ঢাকাসহ দেশের ৫ জেলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মানবপ্রেমী রক্তদান ফাউন্ডেশন।.
৫ জেলার মধ্যে - (২৮ ডিসেম্বর ২০২২) বুধবার কুমিল্লা, (২৯ ডিসেম্বর ২০২২) বৃহস্পতিবার নোয়াখালী, (৩০ ডিসেম্বর ২০২২) রাজধানী ঢাকায়, (১ জানুয়ারি ২০২৩) রবিবার নেত্রকোনা, (৫ জানুয়ারি ২০২৩) বৃহস্পতিবার পিরোজপুর জেলায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে মানবপ্রেমী রক্তদান ফাউন্ডেশনের প্রতিনিধিরা।.
কম্বল বিতরনের বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা মাহাবুব আলম বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীতার্ত, বন্যার্তসহ অর্থের অভাবে চিকিৎসা করতে না পারা অসহায় মানুষের জন্য কাজ করে আসছে আমাদের সংগঠন। গত বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ করেছি। এ বছর ভিন্ন আঙ্গিকে রাতভর ঘুরে ঘুরে অসহায়, ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেয়া হয়েছে কম্বল।.
সংগঠনটির সভাপতি ইব্রাহিম আকন বলেন, আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। এই শীত লাগবের জন্য আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে দেশের ৫ জেলায় কম্বল বিতরণ সমপন্ন করেছি।.
এ বিষয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রাফিজ হাছান আরও জানান, ‘অসহায়, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারা ভিন্ন অনুভূতির। আমরা এবার পরিকল্পনা করে রাজধানীসহ দেশের অধিক শীতপ্রবণ অঞ্চলের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে দ্বারে কম্বল পৌঁছে দিয়েছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ হবো।.
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: