৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে আগামী ৮ মে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে ইভিএমে।.
গত বৃহস্পতিবার (২১ মার্চ) ২৯তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তফসিল ঘোষণা করেন।.
তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল পর্যন্ত থাকবে। ভোট গ্রহণ হবে ৮ মে।.
মোট চার ধাপের এই নির্বাচনের পরবর্তীতে তিন ধাপের ভোট ২৩, ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হবে।.
প্রথম ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা; সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা; মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া ও বড়লেখা; হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিাচং উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। .
বিশ্বনাথে এখন পর্যন্ত ১২ জন চেয়ারম্যান পদে, ৫ জন ভাইস চেয়ারম্যান পদে ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এ হিসেবের রদবদল হতে পারে। মনোনয়ন দাখিল এবং বৈধতার উপর নির্ভর করবে শেষ পর্যন্ত কতজন প্রার্থী ভোটের মাঠে থাকবেন।. .
ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: