বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার উদ্যোগে ৩০ শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রোজ শনিবার বিকেল চারটায় ঢাকায় আইডিবির সেমিনার হলে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রধান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।.
সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী নুরজাহান বেগম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব,বীর মুক্তিযোদ্ধা ও কথা সাহিত্যিক মোহাম্মদ মইনুদ্দিন কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রীড়াবিদ ও ফুটবল খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী অ্যাডভোকেট সৈয়দা ফরিদা আক্তার, বিশিষ্ট সমাজসেবী ইমরান আরা শহিদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আকবর সিরাজি, বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রবীন্দ্রনাথ বর্মন ও বিশিষ্ট রাজনীতিবিদ, চিকিৎসক আলহাজ্ব ডাক্তার মোঃ জাকারিয়া।.
উক্ত অনুষ্ঠানে মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট মানবাধিকার সংগঠক “আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক, “ সার্ক হিউমান রাইটস ফাউন্ডেশন”ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর জেনারেল সদস্য মোঃ রেজাউল করিমকে “হিউম্যান রাইটস এক্সেলেন্ট অ্যাওয়ার্ড-২০২৪” প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লায়ন অ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রনি।.
ইতিপূর্বে মোঃ রেজাউল করিম মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ২০২৩ সনের সেপ্টেম্বরের ৫ তারিখ উত্তরা হোয়াইট হল অডিটরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি’র নিকট হতে “বেস্ট এক্টিভিস্ট অফ হিউম্যান রাইটস” বিষয়ে ভিন্নমাত্রার সম্মাননাএওয়ার্ড-২০২৩ অর্জন করেন। একই বছরে তিনি বিশিষ্ট মানবাধিকার সংগঠক হিসেবে মাসিক “ধানসিঁড়ি সাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড পান।.
এছাড়া জাপানের “ওয়ার্ল্ড মার্শাল কাউন্সিল” এবং থাইল্যান্ডের “ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক কোঅপারেটিভ অর্গানিজেশন” কর্তৃক যৌথভাবে আয়োজিত ওয়ার্ল্ড মিট -২০২৪ এ “ওয়ার্ল্ড বেস্ট পারসন আওয়ার্ড-২০২৪” নির্বাচিত হন। স্বাগত বক্তব্যে মোঃ রেজাউল করিম মানবাধিকার রক্ষায় সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: