হবিগঞ্জে আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ৩ দিন পর মাদক ব্যবসায়ী রাজু মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।.
সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। .
পুলিশ সুপার জানান, শনিবার বিকেলে রাজুর বাড়িতে তল্লাশী চালিয়ে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। এরপর গোপন সংবাদের ভিত্তিতে রাজুকে কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। .
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে কোর্ট হাজত থেকে একদল পুলিশ তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নিয়ে যায়। এসময় হাজতখানা থেকে পুলিশ প্রহরায় আদালতে তোলার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। এরপর পুলিশ আসামি ধরতে আশপাশে তল্লশী শুরু করে।.
এর আগে গত ৩১শে আগস্ট ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে র্যাব-৯। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৬৪ বোতল ফেন্সিডিল। .
রিমান্ড শুনানির কথা শুনে মাদক মামলার এ আসামি রাজু পালিয়ে যায় বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালত থেকে তিনি পালান। পলাতক রাজু মিয়া মাধবপুর উপজেলার শিবরামপুর গ্রামের চাঁন বাদশা মিয়ার ছেলে।.
আদালতের পেশকার রামেন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু মিয়া মাধবপুর থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হন। আজ বৃহস্পতিবার তার ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতে রিমান্ড শুনানির পূর্বেই আসমী রাজু পালিয়ে যায়। এদিকে আসামির পলায়নের ঘটনাটি জানাজানি হলে আদালত চত্বরে হৈচৈ পড়ে যায়।.
কি মামলার আসামি পালিয়েছে তা জানতে উদগ্রীব হয়ে ওঠেন আইনজীবী, সাংবাদিকসহ আদালতে আসা বিচারপ্রার্থী এবং সাধারণ মানুষ। আদালতের দায়িত্বরত পুলিশ সদস্যরা ১০ তলা জুডিশিয়াল ভবনের প্রতিটি বাথরুমসহ সকল স্থানে চিরুনী অভিযান পরিচালনা করেন পুলিশ। .
মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম জানান, গত ৩১ আগস্ট (বৃহস্পতিবার) ভোরে মাধবপুর থানাধীন হরষপুর রেল স্টেশন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজু মিয়াকে ১৬৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে র্যাব রাজু একজন পেশাদার মাদক কারবারি।.
তিনি সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় ছড়িয়ে দিতেন। পরে র্যাবের এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে। পরে রিমান্ড শুনার পরপরই সে পালিয়ে যায়।. .
ডে-নাইট-নিউজ / মো: উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-
আপনার মতামত লিখুন: