‘ভাবনা থেকেই হোক ভালো কাজ’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে পরিবেশকে রক্ষা করি, পরিস্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ি এ মন্ত্রেই সবাইকে বার্তা দিয়েছেন সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা। দিনাজপুরের ফুলবাড়ীতে সংস্থাটির দুইদিনব্যাপী জমকালো ব্যাপক কর্মসূচি শেষে নিজেদের হাতেই মাঠে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করলেন সংস্থাটির সদস্যরা।.
গত শুক্রবার ও গতকাল শনিবার এই দুইদিন সকালে ও বিকেলে সংস্থাটির সদস্যরা একত্রিত হয়ে পরিস্কার পরিচ্ছন্ন করেন পৌরএলাকার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনার মাঠটি। ফুলবাড়ীতে অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করলো তাদের এ কার্যক্রমটি।.
তারা মানুষের মধ্যে এই সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে চেয়েছেন যে, ‘যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে যথাস্থানে ফেলতে হবে এবং পরিবেশকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হলে নিজেদেরকেই পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।’.
সরেজমিনে দেখা যায়, মাঠটিতে দুইদিন ব্যাপী ব্যাপক কর্মসূচি হওয়ায় প্রায় ৫ সহস্রাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ দর্শনার্থীসহ অতিথি ও প্রতিযোগিদের আগমন ঘটে। আর অনুষ্ঠানকে ঘিরে মাঠে আসা বিভিন্ন ভ্রাম্যমান দোকানীর কাছে খাবার খেয়ে ময়লা আবর্জনায় ভরে যায় পুরো মাঠটি। সংস্থাটির অনুষ্ঠান শেষে সেই মাঠটি পরিস্কার করতে কাঁধে বস্তা নিয়ে নেমে পড়েন সদস্যরা। ঘুরে ঘুরে পুরো মাঠের ময়লা একত্রিত করে বস্তায়। এ এক উজ্জ্বল দৃষ্টান্ত করলো আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা। .
সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি প্লাবন শুভ’র সার্বিক তত্ত্বাবধানে সংস্থার সহসভাপতি শাকিল আহম্মেদ, কোষাধ্যক্ষ জাকিরুল ইসলাম, সদস্য আমিনুল ইসলাম, জাহিদ হাসান, আমিনুল ইসলাম আকাশ, আরিয়ান আবু, মো. আরিফ, সাব্বির সরকার প্রমুখ।.
সংস্থার সদস্যরা বলেন, ‘অনেকে অনেক মাঠে বিভিন্ন অনুষ্ঠান করেন। কিন্তু অনুষ্ঠান শেষে মাঠের যে অবস্থা কেমন হয় সেদিকটা সবাই লক্ষ্য করে না। ওভাবেই পড়ে থাকে সবকিছু। আমরা যেহেতু পরিস্কার-পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ তাই আমাদের অনুষ্ঠান শেষে আমরা নিজেরাই মাঠটি পরিস্কার করি। ইতোপূর্বেও অন্যরা অনুষ্ঠান করে গেছে আমরা গিয়ে সে মাঠ বা চত্বর পরিস্কার করেছি। আমরা মানুষের মধ্যে এই বার্তা ছড়াতে চাইযে, পরিবেশ আমাদের, এটি রক্ষার দায়িত্বও আমাদের। তাই নিজেদের ময়লা আবর্জনা আমরা নিজেরাই পরিস্কার করার অঙ্গীকার করি। তাহলেই পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ পাবো।’.
উল্লেখ্য, আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পৌরএলাকার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনার মাঠে গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুইদিনব্যাপী বর্ষপূর্তির ব্যাপক আয়োজন করে এই সংস্থাটি। প্রথম দিন (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসবসহ চলে ৪৮ টি ইভেন্টে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিন (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসবসহ স্বাস্থ্যসেবা প্রদান, আলোচনা সভা, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: