মোঃ রুমান খান : আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সাবেক সফল জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেকসহ সভাপতি আলহাজ্ব শফিকুল আলম এম এসসি এর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।.
পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি। পরে শোনা যাচ্ছে নির্বাচনে অংশ নিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন। জেলা পরিষদ নির্বাচনে এ দু'জনের নাম আলোচনায় রয়েছে।.
উপ-নির্বাচনে ভোট গ্রহণের জন্য ৯ মার্চ ২০২৪ দিন ধার্য করে নির্বাচন কমিশন।.
বীরমুক্তিযোদ্ধা শফিকুল আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জেলাকে একটি আধুনিক ও ডিজিটাল জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ নির্বাচনে সম্মানিত ভোটাররা মহামূল্যবান ভোট দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন এবং জেলা পরিষদের অসমাপ্ত কাজের ধারা অব্যাহত রাখতে ফের আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: