• ঢাকা
  • বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আনসারের কাঁধে ভর করে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৫ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:১৮ পিএম;
আনসারের কাঁধে ভর করে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা
আনসারের কাঁধে ভর করে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা

৯০ বছর বয়সী সবেজন বিবি। বয়সের ভারে ন্যুব্জ। অন্যের সাহায্য ছাড়া ঠিকমতো চলাফেরা করতে পারেন না। উপজেলা পরিষদ নির্বাচনে এসেছেন ভোট দিতে। কেন্দ্রের দায়িত্বে থাকা আনসারের কাঁধে ভর করে ভোটাধিকার প্রয়োগ করেন। দায়িত্বে থাকা আনসারের কাঁধে ভর করে উচ্ছ¡াস প্রকাশ করেন তিনি। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নং দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা মিলে তার।.

 .

 .

 .

 বৃদ্ধা সবেজন বিবি একই ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। বুধবার বিকাল সাড়ে তিনটায় নাতী বৌকে নিয়ে আসেন ভোট কেন্দ্রে। বয়সের ভারে ন্যুব্জ হয়ে যাওয়ায় কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার সদস্য রাজু আহম্মেদের কাঁধে ভর দিয়ে যান বুথে। সবেজন বিবি অস্পষ্ট কণ্ঠে বলেন, ভোটার হওয়ার পর থেকেই আমি ভোট দিচ্ছি। এমন কোনো নির্বাচন যায়নি, যেখানে আমি ভোট দেওয়া থেকে বিরত থেকেছি। পছন্দের প্রার্থীকে ঠিকমতো চিনতে না পারলেও আনদাজে ভোট প্রয়োগ করেছি। আমাকে কেউ জোর করেনি। আমি কষ্ট করেও হলেও নিজের ভোট নিজে দিতে পেরে অনেক খুশি। তিনি আরও বলেন, আমার বয়স ৯০ বছর, আমি একা চলতে পারি না। আমার নাতি বৌ ভোটকেন্দ্রের ভেতরে নিয়ে এসেছে। আর সেখান থেকে আনসার আমাকে রুমের ভেতরে নিয়ে যায় ভোট দিতে। .

 .

 .

 .

তাদের সহযোগিতায় ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। আমার জীবনের এটাই হয়তো শেষ ভোটপ্রয়োগ। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না।   নাতি কুলসুম বলেন, দাদির বয়স হওয়ায় তিনি বাড়ি থেকে কম বের হন। চোখে কম দেখেন, কানেও কম শোনেন। কিন্তু তার জেদ, ভোট দিতে আসবেনই। তাই আজ দাদিকে ভোট দিতে নিয়ে এসেছি। আমিও ভোট দিয়েছি। এই বৃদ্ধকে সহযোগিতা করা আনসার সদস্য মো. রাজু আহম্মেদ বলেন, যাঁরা অসুস্থ, তাঁদের সহযোগিতা করে ভোটকেন্দ্রে পৌঁছে দিচ্ছি। এই দাদি একা চলতে পারেন না, তাই আমার কাঁধে ভর দিয়ে ভোট দিতে এসেছেন। উপজেলায় ভোটার রয়েছে লাখ ৫২ হাজার ৪৭৮ জন এরমধ্যে পুরুষ ৭৬ হাজার ২৭৩ জন এবং ৭৬ হাজার ২০৪ জন নারী ভোটারসহ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। উপজেলার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৩টি। ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বিদ্বতা করছেন জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বিদ্বতা করছেন জন।  .

 . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ