বিশ্বনাথ প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা ও অধিকার আদায়ে শহীদ হয়েছেন সালাম, শফিক, বরকত, জব্বার, রফিকসহ আরও অনেকে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন তারা। সে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারী বুধবার সকালে বিশ্বনাথ উপজেলা শহীদ মিনারে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকবৃন্দ।.
.
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম তুহেম, সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, সদস্য ছালেক উদ্দিন, আব্দুল কাইয়ুম ও এসএনবি মিডিয়ার সহকারী পরিচালক আরকুম আলী প্রমুখ। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: