• ঢাকা
  • সোমবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আপন ভেবে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪২ পিএম;
আপন ভেবে
আপন ভেবে

আপন ভেবে.

মিজানুর রহমান মিজান.

আসা যাবার ভবের হাটে
উদাসী হয়ে ঘুরি ঘাটে ঘাটে।।
যেথা যাই দেখতে পাই মিশ্রিত ভেজাল
সোনা ভেবে খরিদ যবে রুপার মাল
আসল ফেলে নকল তোলে লাজবাব জুটে।।.

আপন ভেবে কাছে গেলাম আশার আশে
ধোকা খেলাম মিছা হলাম ভাগ্য দোষে
হলাম প্রতারিত অবিরাম অবিরত কর্মে ঘটে।।
দেখায় সোনা করে প্রতারণা বেচে পিতল
দেয় ধোকা বানায় বোকা ঝরে চক্ষুর জল
জীবন একাকার সদা হাহাকার ফাঁকা মাঠে।।.

শুধু বঞ্চণা সঙ্গি লাঞ্চনা কষ্ট যাতনা
ভালবাসার মুল ফুটেনি ফুল পাতা ঝরার বেদনা
তবু আসেনি দেখা মিলেনি সবই অযথা রটে।।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ