• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আর রহমান এডুকেশন ট্রাস্টের ৩৫তম টিউবওয়েল প্রদান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:০৮ পিএম;
আর রহমান এডুকেশন ট্রাস্টের ৩৫তম টিউবওয়েল প্রদান
আর রহমান এডুকেশন ট্রাস্টের ৩৫তম টিউবওয়েল প্রদান

‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে বিশুদ্ধ পানির জন্য নলকূপ (টিউবওয়েল) প্রদান করা হয়েছে। ২৪ মে ২০২৪ শুক্রবার - টিউবওয়েল স্থাপন শেষে উদ্ভোদন করেন সিলেটর পরিচিত বিদ্যাপীঠ এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসা বিশ্বনাথ, সিলেট এর সহকারী অধ্যাপক জনাব আলতাফুর রহমান .

 .

 .

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রহমান মনজিল (তেলিকোনা)এলাহাবাদ গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন এলাহাবাদ আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ.টি.এম ওলিউর রহমান (রঃ) এর উত্তরসূরী ইমাম নুরুর রহমান ও তাদের নিকটাত্মীয়দের হাতে গড়া যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি ট্রাস্ট ‘আর-রহমান এডুকেশন ট্রাস্ট এর ব্যবস্থাপনায় আজকের টিউবওয়েল বিতরণ করা হয়।.

 .

ইউনিয়ন, পৌরসভার অনেক এলাকায় জনসাধারণের জন্য সরকারি ভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করার কোন ব্যবস্হা না থাকায় পানি বাহিত রোগের দখলে নিম্ন আয়ের মানুষের জনজীবন। দেশের অধিকাংশ গ্রামের দরিদ্র অসহায় পরিবার গুলোর বিশুদ্ধ পানির এক চরম সংকটে রয়েছেন। যারা রোজ আনে রোজ খায় তারা বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন নিয়ে মহা সংকটে ভোগেন। হয়তো সরকারি ভাবে পাবে না হয় কোন দাতা সংস্থা কিংবা ব্যাক্তি উদ্যোগে পাবেন এমনটাই ভেবে বসে থাকা ছাড়া উপায় নেই। সবার না জুটলেও মাঝে মধ্যে দু-একটি গ্রাম বা পরিবার বিভিন্ন ইস্যু থেকে পেয়ে তাদের চাহিদার যোগান দেন। এক্ষেত্রে দাতাদের সদয় বিবেচনা ও তাদের মানব প্রেম প্রশংসনীয়। দো-জাহানের কামিয়াবি তারা পাবেন নিশ্চয়। অনেকে দান খয়রাত করে মনে আনন্দ পান, উদ্দেশ্য থাকে ছওয়াবের। তাদের নেক উদ্দেশ্য কবুল হোক এটা সমাজের অসহায় মানুষের কামনা নিরন্তর।.

 .

তারই ধারাবাহিকতায় ছাওয়াবের উদ্দেশ্যে  মখদদছ আলী ও তার পাড়াপ্রতিবেশীদের জন্য  গ্রামঃ বড় নগর , ডাকঃ বড় নগর, থানাঃ গোয়াইনঘাট , সিলেট এ এই টিউবওয়েলটি স্থাপন করেছেন।  আর-রহমান এডুকেশন ট্রাস্টের ব্যবস্থাপনায় দূঃস্থদের মাঝে আজকের টিউবওয়েল নিয়ে মোট ৩৫তম টিউবওয়েল বিতরণ করা হয়।.

 .

.

ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ