সূর্য আহমেদ মিঠুন বিশেষ প্রতিনিধি : পুলিশ মানে জনগণের বন্ধু। পুলিশ জনগণের জান মাল নিরাপত্তা ও সমাজ এবং দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দিন রাত ব্যক্তিগত জীবনের অনেক কিছু ত্যাগ করে সর্বপোরি দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে থাকে। কিন্তু এই পুলিশ এর নাম শুনলেই অনেকের কাছে একটু অন্য রকম মনে হয়। এর কিছুটা ইতিবাচক কিছুটা নেতিবাচক। মহান এই পেশায় অনেকেই আছেন যাদের নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। সব পেশাই ইতিবাচক বা নেতিবাচক মানুষের অস্থিত্ব আছে। এই ইতিবাচক মানুষের একজন হুমায়ুন কবির ( এস আই ).
.
বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার এস আই হিসেবে নিয়োজিত রয়েছেন । পুলিশ যে জনগনের প্রকৃত বন্ধু এটাই তিনি প্রমান করতে পেরেছেন সততা ও আন্তরিকতা দিয়ে তার কাজের মাধ্যমে।.
যে কোন মানুষের বিপদে আপদে এগিয়ে আসেন এই পুলিশ কর্মকর্তা। আইন শৃংখলা রক্ষার দায়িত্বের পাশাপাশি বাল্য বিবাহ রোধ, মাদক নিয়ন্ত্রন, ইভটিজিং রোধ,চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানামুখী ইতিবাচক কাজে তিনি ও তার উর্ধ্বতন অফিসার ইনচার্জ এবং এস পি মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী মানুষের সেবায় কাজ করে চলেছেন সততা ও আন্তরিকতার সাথে । গরীব দুঃখী অসহায় মানুষের পাশে পরম বন্ধুর মতো দাঁড়ান। কোন বাহবা নেওয়ার উদ্দেশ্যে নয় বরং মানুষের সেবার উদ্দ্যেশ্যে নিরবে নিভৃতে তিনি কাজ করে চলেন। যে কোন মানুষ যে কোন প্রয়োজনে তাকে বন্ধুর মতো পাশে পান। ফোন দিয়ে সুবিধা অসুবিধার কথা বলেন পরম নির্ভরতায়। আর এভাবেই একজন পুলিশ কর্মকর্তা নিজেকে জন গনের বন্ধু হিসেবে প্রমান করতে পেরেছেন। বাংলার প্রতিটি থানায় এমন সৎ আর মানবিক পুলিশ কর্মকর্তা থাকলে বাংলাদেশ একদিন সোনার বাংলা হয়ে উঠবে একথা নিশ্চিত বলা যায়। হুমায়ূন কবির ( এস আই ) এর মতো পুলিশ অফিসার বাংলার ঘরে ঘরে জন্মনিক এ প্রত্যাশা সেবা প্রত্যাশি সকল জনগণের । উল্লেখ্য যে, কিছু দিন আগে তার বিরুদ্ধে একটি স্বার্থবাদী মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে এবং সেই মহলটির নিজ স্বার্থে একটি গাড়ি নিয়ে কিছু ভূয়া সম্পূর্ণ মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন। এই বিষয়ে তিনি ডে-নাইট নিউজের সাথে বিস্তারিত আলাপকালে বলেন, সত্য সূর্যের আলোর মত সত্য। আমাকে যে গাড়িটি নিয়ে গুজব ছড়াচ্ছে আসলে সেই গাড়িটি আমি ক্রয় করেছে সরাসরি মালিকের কাছ থেকে।.
.
ঐ গাড়ির সঙ্গে মামলার কোন সম্পর্ক নেই।গাড়ি ক্রয়ের সম্পূর্ণ কাগজ পএ আমার কাছে রয়েছে। আমি কোন অন্যায়ের কাছে মাথা নত করি নি করবো না। আমার পেশাগত দায়িত্ব পালনে ন্যায়ের পক্ষে কাজ করতে গেলে যারা অন্যায় করছে তাদের গায়ে লাগবে আর মিথ্যা গুজব ছড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু আমি ঐ মিথ্যা গুজবের তীব্র নিন্দা জানাই। এবং আমি বলতে চাই আমাদের সিদ্দিরগঞ্জ থানার আইনি সেবা প্রত্যাশিত জনগণ ও আমার উর্ধ্বতন সিনিয়র স্যারেরা সবাই জানে আমি সব সময় বিপদে-আপদে পড়া থানা মুখি সেবা গ্রহীতা মানুষদের সর্বোচ্চ আইনি সেবা দিয়ে নিজের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছি অত্যন্ত সততা ও দক্ষতার সাথে ইনসাআল্লাহ্ ভবিষ্যতে ও করে যাবো । তথ্য সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলায় ( এস আই) হুমায়ুন কবির ২০২৩ সালে বিশেষ ক্যাটাগরিতে ক্লুলেস মামলা ডিটেকশনকারী হিসেবে পুরুস্কৃত হয়েছিলেন। পাশাপাশি ঐ একই বছর গোদনাইল ধনকুন্ডায় নাসিক ৮ নং ওয়ার্ডের বায়তুল আকসা জামে মসজিদের রড চুরির ঘটনায় তার জীবনের ঝুঁকি নিয়ে রড চোর দের গ্রেফতার করতে সক্ষম হন এবং মসজিদের রড উদ্ধার করে এলাকাবাসী ও তার থানায় ব্যাপক প্রশংসীত হন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: