মোঃ রেজাউল করিম : কক্সবাজারে ওশান প্যারাডাইস হোটেলের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপন। সারা বছর বাঙালির বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পহেলা বৈশাখ একটি অন্যতম অনুষ্ঠান। সারা দেশব্যাপী বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে। তারই ধারাবাহিকতায় কক্সবাজারে অবস্থিত পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইস বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করার জন্য এক অনবদ্য কর্মসূচি হাতে নিয়েছেন। সেই লক্ষ্যে তারা তাদের হোটেলটিকে এক বর্ণিল সাজে সজ্জিত করেছেন।হোটেলের সম্মুখভাগে বিভিন্ন আলপনা দিয়ে এক অনন্য সুন্দর চিত্রাঙ্গন করেছেন.
.
এবং গ্রাউন্ড কম্পাউন্ডে বিভিন্ন দেশীয় ঐতিহ্য সম্মিলিত অবকাঠামো দিয়ে ছোট্ট পরিসরে অথচ অত্যন্ত চাকচিক্যময় এক বৈশাখী মেলা আয়োজন করেছেন। তিন দিনব্যাপী এই মেলা শুরু হয় সকাল সাড়ে নয়টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এছাড়া রয়েছে পান্তা ইলিশ, নাগরদোলা, বৈশাখী মেলা, বাউল গান, ছোট ও বড়দের খেলা, ছোট সোনামণিদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটিকে সামনে রেখে হোটেলে অবস্থানকারী সকল পর্যটকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। বাঙালির ঐতিহ্যকে এভাবে উদযাপন করার জন্য হোটেলে অবস্থিত সকল দেশীয় এবং বিদেশি পর্যটক তাদের এই কর্মসূচি কে স্বাগত জানিয়েছেন।
।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: