নানা আয়োজনের মাধ্যমে লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় ভোটার দিবস পালিত। .
সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব- স্লোগানকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হয় । আজ সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার দিবসের আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। .
আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিশনার মোস্তাফিজ মোঃরিয়াজ উদ্দিন আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহেদুল হোসেন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মো: শাহিন রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস,কমলনগর প্রেস ক্লাবের প্রদান উপদেষ্টা মিজান মানিক সহ প্রমুখ। .
আজ জাতীয়ভাবে ভোটার দিবসে প্রকাশ করা হয় হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা।খসড়া তালিকা অনুযায়ী দেশের ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ছয় ভোটার কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী ভোটার পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯২৪ জন।. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি)
আপনার মতামত লিখুন: