• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে মেডিকেলে চান্স পেলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৮ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৩৬ পিএম;
কমলনগরে মেডিকেলে চান্স পেলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলে
কমলনগরে মেডিকেলে চান্স পেলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলে

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হলেন শিক্ষক পিতা মোঃ ইসমাইল হোসেনের ছেলে।.

ইসমাইল হোসেন উত্তর পূর্ব চর লরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছেলে ইমতিয়াজ হোসেন শামীম এই বছর মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ ভর্তি হওয়ার গৌরব অর্জন করেন।শামীম ২০২১ সালে কমলনগর চর লরেন্স গ্লোবাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থীয় জিপিএ-৫ এবং ২০২৩ সালে ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।পরবর্তী কুমিল্লা মেডিকেল কলেজ ভর্তি হওয়ার সুযোগ পায়।.

শামীম কমলনগর উপজেলার ৩নং চর লরেন্স ইউনিয়নের ২নং ওয়ার্ড বাসিন্দা ইসমাইল মাস্টার বাড়ির ইসমাইল মাস্টারের বড় ছেলে। শামীমের স্বপ্ন একজন বড় ডাক্তার হয়ে সমাজের নদী ভাঙন কবলিত প্রান্তিক দুস্ত অসহায় হতদরিদ্র মানুষকে সেবা করার।.

শামীমের বাবা ইসমাইল হোসেন বলেন, ছোট বেলা থেকে স্বপ্ন ছিলো আমার বড় ছেলে ডাক্তার হবে সে আমার এবং পরিবারের সকলের স্বপ্ন পূরণ করেছেন এতে আমি অনেক বেশি আনন্দিত। সকলের কাছে দোয়া প্রার্থী।. .

ডে-নাইট-নিউজ / কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ