• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী শেফালী হাঁসদার জন্য প্রয়োজন একটি হুইলচেয়ার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫০ এএম;
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী শেফালী হাঁসদার জন্য প্রয়োজন একটি হুইলচেয়ার
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী শেফালী হাঁসদার জন্য প্রয়োজন একটি হুইলচেয়ার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের পঙ্গুত্ববরণকারী এক অসহায় নারী শেফালী হাঁসদার জন্য প্রয়োজন একটি হুইলচেয়ার। শেফালী হাঁসদা উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন গ্রামের ফিলিমন মার্ডির স্ত্রী। .

জানা যায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এই দুস্থ নারী খড়ি সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে যান। তাকে দিনাজপুরের সিকদারে রোগীকে নিয়ে যাওয়া হয়। সেখানে জানানো হয় যে, ভারতের মাদ্রাজে চিকিৎসা ছাড়া তাকে সুস্থ করা সম্ভব নয়। পরে স্বজনরা দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করান শেফালী হাঁসদাকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা এবং আনুষাঙ্গিক খরচ চালাতে নারীটির একমাত্র সম্বল গরুটি বিক্রি করে দেয়া হয়। এতেও তেমন একটা সুস্থ হন’নি। পরে ডাক্তার বলেন, দ্রুত অপারেশন করতে লাগবে অন্যত্থায় আরো জটিলতা সৃষ্টি হতে পারে। পরে গ্রামে সাহায্য তোলা হয়। এছাড়াও শেফালী হাঁসদার স্বামী ফিলিমন মার্ডি তার বাড়ী-ভিটার ৫ শতক জমির মধ্যে ২ শতক জমি বিক্রি করে চিকিৎসা চালান। বর্তমানে তার কোমড় থেকে দুই পা পুরোপুরী প্যারালাইসড হয়ে আছে। পঙ্গুত্ববরণ করে শেফালী হাঁসদা এখন শয্যাশায়ী। .

শেফালী হাঁসদার স্বামী ফিলিমন মার্ডি বলেন, আমার স্ত্রী আর চলাফেরা করতে পারে না। সারাক্ষণ সুয়ে থাকতে হয় তাকে। এভাবে শুয়ে থাকলে নানান রোগ-বালাই হবে জানিয়েছেন চিকিৎসক। তাকে হুইলচেয়ারে বসিয়ে রাখতে বলা হয়েছে। কিন্তু ওষুধ কেনার টাকা নাই, হুইলচেয়ার কিনব কেমন করে? কেউ তাকে একটি হুইলচেয়ার দিলে খুবই উপকার হয়।.

শেফালী হাঁসদাকে হুইলচেয়ার প্রদান অথবা সহযোগিতার জন্য যোগাযোগ ০১৭১৯-০৫৬৬৭৭। . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ