• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় নেচে-গেয়ে বিদ্যালয়ের শতবর্ষ পালন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১১ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০৩ পিএম;
গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় নেচে-গেয়ে বিদ্যালয়ের শতবর্ষ পালন
গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় নেচে-গেয়ে বিদ্যালয়ের শতবর্ষ পালন

শেষ মাঘের সকাল। যেমন শীত তখনো শেষ হয়নি, তেমনি রোদ্রের দাবদাহও শুরু হয়নি। সকালের আলো ফুটতেই বিদ্যালয়ের মাঠে জড়ো হচ্ছিলেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। মাঠে ঘুরছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রবীণ মো. ওসমান গণি (৮৫) ও রুহুল আমিন (৮৪)। বিদ্যালয়ের শতবর্ষের নিবন্ধনকৃত শেষ ব্যাচ ১৯৬০ ও ১৯৬১ এসএসসি ব্যাচের শিক্ষার্থী তাঁরা। .

শুধু ওসমান গণি ও রুহুল আমিনই নন, তাঁদের মতো প্রায় চার হাজার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলা বসেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোলাম মোস্তাফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় প্রাজ্ঞনে। বিদ্যালয় প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনে পালিত হয়েছে দিনব্যাপী এ মিলন উৎসবসহ ব্যাপক কর্মসূচি। বয়সের কথা ভুলে সকলে নিজেরদের বন্ধু-বান্ধবের সাথে নেচে গেয়ে হৈহুল্লোড়ের মধ্যদিয়ে দিনটি উদযাপন করেন। .

গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মাঠ থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিদ্বয়। শোভাযাত্রা বিদ্যালয় চত্বরটি প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ব্যা-পার্টিসহ বাঁশি, ভেঁপু আর অংশগ্রহণকারীদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় চত্বর। শোভাযাত্রায় আনন্দ, ভালোবাসায় একে অপরকে জড়িয়ে ধরেন প্রাক্তন শিক্ষার্থীরা।.

শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।.

আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়টির শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। সভার শুরুতে শাহাদতবরণকারী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মচারীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে একমিনিট নিরাবতা পালন করা হয়। .

এতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন উর রশিদ ও শিক্ষক শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ প্রতিমন্ত্রী খালিম মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এম কামরুজ্জামান।.

এছাড়াও বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও প্রাক্তন শিক্ষার্থী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওয়াসিকুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিরেন্দ্র নাথ সরকার, বর্তমান প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম প্রমুখ।.

পরে স্মৃতিচারণসহ বিদ্যালয় প্রতিষ্ঠা থেকে বর্তমান অবধি ৭ জন প্রধান শিক্ষকের সম্মাননা জ্ঞাপন শিক্ষকসহ তাদের পরিবারের হাতে তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ফুলবাড়ীবাসী। .

উল্লেখ্য, বিদ্যালয়টির জন্মলগ্ন অনুযায়ী ২০২০ সালে শতবর্ষ পূর্ণ হলেও মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে শতবর্ষ অনুষ্ঠানটি সেসময় উদযাপন সম্ভব হয়নি। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সিদ্ধান্তানুসারে গতকাল ১১ জানুয়ারি ২০২৩ (শনিবার) বিদ্যালয়টির শতবর্ষ ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে। .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ