মো: সায়েস্তা মিয়া, বিশ্বনাথ থেকেঃ ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতায় দীর্ঘ ৪ বছরেও রাস্তা পাকাকরণ কাজের শেষ হয়নি এমনটি এলাকাবাসীর দাবী। ২০১৯ সালের ৪ ডিসেম্বর ২ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ কাজের কার্যাদেশ পেয়েছিল বি.এম ট্রেডার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২০ সালের ৩ ডিসেম্বর কাজ সমাপ্ত করার কথা থাকলেও মেয়াদ শেষ হওয়ার পরে কাজের শুরু করে ঠিকাদারি কর্তৃপক্ষ। .
.
সিলেটের বিশ্বনাথ উপজেলার আরএসডি রামপাশা, রাজাগঞ্জ বাজার - উত্তর বিশ্বনাথ ভায়া লামাকাজী রোডের মধ্যস্থ রাজাগঞ্জ বাজার হতে উত্তর বিশ্বনাথ খাজাঞ্চি গাঁও পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের অবহেলিত এমন চিত্র দেখা গেছে সরেজমিনে। .
মেয়াদ শেষে শুরু করা কাজের পরবর্তী ধাপগুলি অদৃশ্য ্কারণে বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখার কারণে হাজার হাজার পথচারী নৈমিত্তিক সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। পরিত্রাণের কোন সহজ উপায় কারো জানা নেই এমনটি এলাকাবাসীর অনেকেই জানান। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট দপ্তরের করো মাথা ব্যথা না থাকায় জনমনে প্রশ্ন উঠছে নিরবতার কারণ নিয়ে।.
.
ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ পাওয়া গেছে। কাঁচা রাস্তাটি খোঁড়াখুঁড়ি করে যতটুকু কাজ করা হয়েছে তাতে বিটবালু ভরাট, নিম্নমানের কংক্রিট দিয়ে কাজ করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। উত্তর বিশ্বনাথ রেললাইন থেকে রাজাগঞ্জ মুখি রাস্তায় কংক্রিট ফেলার সময় গড়িয়েছে এক বছর হল। মধ্য কান্দিগ্রাম হতে রাজাগঞ্জ বাজার পর্যন্ত বিট বালু ভরাট করে কাজ বন্ধ রেখে দেওয়ায় আশার আলোতে আধাঁর নামে এলাকাবাসীর জীবনমানে। গুরুত্বপূর্ণ এই রাস্তাটির কাজ কবে, কখন পুনরায় শুরু হবে এমন সু-উত্তর নেই ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট কারো কাছে। .
.
রাস্তার কাজ আটকে থাকার কারণ নিয়ে খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান আরশ আলী গণি জানান; আমি উপজেলা প্রকৌশলীদের সাথে একাধিক বার যোগাযোগ করেছি কিন্তু আশানুরূপ কোন উত্তর পাইনি। গেলবছরের বন্যার তীব্র স্রোতে বালু, ফেলে রাখা কংক্রিট ভেসে গিয়েছে অনেক স্থানের। ভাঙ্গন সহ অনেক ক্ষতি সাধিত হয়েছে রাস্তার। এবারও বন্যা দুয়ারে কড়া নাড়ছে ; যদি বন্যা পরিস্থিতির অবনতি হয় তাহলে রাস্তা ভাঙ্গন সহ জনমনে চরম দুদর্শা নেমে আসবে।.
.
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বিএম ট্রেডার্স জানিয়েছে; সরকারের সাথে তাদের হিসেব নিকাশ নিয়ে জটিলতার কারণে কাজ বন্ধ রয়েছে। কখন, কবে এর সমাধান হবে এর নিশ্চিত কোন উত্তর তাদের জানা নেই এমনটি তাদের ভাষ্য।.
.
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা উপ- সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানিয়েছেন, উক্ত রাস্তা পাকাকরণ কাজের টেন্ডার বাতিল হয়ে গিয়েছে। শীঘ্রই নতুন করে টেন্ডারের মাধ্যমে কাজের পরবর্তী ধাপগুলো সমাপ্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: