• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জন্মাষ্টমী উদযাপনের অর্থ গেলো বন্যার্তদের সহযোগিতায়


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৫৯ পিএম;
জন্মাষ্টমী উদযাপনের অর্থ গেলো বন্যার্তদের সহযোগিতায়
জন্মাষ্টমী উদযাপনের অর্থ গেলো বন্যার্তদের সহযোগিতায়

দিনাজপুরের ফুলবাড়ীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের অর্থসহ ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দিরের তহবিল থেকে বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ প্রদানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমালের হাতে নগদ তুলে দেয়া হয়। .


অর্থ তুলে দেন ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ ও পৌর কাউন্সিলর হারান দত্ত। .


এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির দীপলাল প্রসাদ গুপ্ত, ফুলবাড়ী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য শিক্ষক ধীমান চন্দ্র সাহা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের সাংস্কৃতিক সম্পাদক যোতিশ চন্দ্র রায়, কমল সরকার, সৌরভ পালিত, অরুপ সরকার, রিপন গুহ বাবু, পুখুরী সার্বজনীন মন্দিরের শিক্ষক চন্দন কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। .


    ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ বলেন, বন্যার্তদের মানবেতন দুর্দশা দেখে সদ্য সমাপ্ত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর কর্মসূচি কমিয়ে সেই অর্থসহ কালী মন্দিরের সদস্যদের থেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থ বন্যার্ত মানুষের কল্যাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। 
 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ