ঝিনাইদহে বেদখল হওয়া পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সদর উপজেলার ডাকবাংলা এলাকার মাগুরাপাড়ার কয়েকটি পরিবার।.
এতে ব্যানার ফেস্টুন নিয়ে ভুক্তভোগী ৮ টি পরিবার ও তাদের স্বজনরা অংশ নেয়। মানববন্ধ:ন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আনোয়ার কবীর, আবুল কাশেম, আবুল কালাম আজাদ, আজিজুল হক ও আব্দুল হাকিম। .
তাদের অভিযোগ জমি দেখভালের সুযোগ নিয়ে মাগুরাপাড়া গ্রামের বাসিন্দা নিয়ামত মোল্লার সমস্ত জমি বেনামে রেকর্ড করে নেয় নবীরন নেছা এবং তার ছেলে সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম ও তার জামাই শিলু। এ নিয়ে নিয়ামত মোল্লার ৫ ছেলে ও ৩ মেয়ে আদালতে মামলা করলে আদালত তাদের পক্ষে রায় দেয়। রায় পাবার পরও সেই জমি জোরপুর্বক দখল করে রেখেছে সিরাজুল ইসলাম গং। .
জমিতে গেলে মারধর করা হচ্ছে। তাই আদালতের রায়ে পাওয়া জমি দখলমুক্ত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে। . .
ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: