• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জীবন যুদ্ধে বিজয়ী ও সফল পুরুষ মোঃ আজিজুল হক।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০৫ পিএম;
জীবন যুদ্ধে বিজয়ী ও সফল পুরুষ মোঃ আজিজুল হক।
জীবন যুদ্ধে বিজয়ী ও সফল পুরুষ মোঃ আজিজুল হক।

মোঃ আজিজুল হক। জীবন যুদ্ধে বিজয়ী ও সফল পুরুষের নাম। যিনি নিজস্ব মেধা,সততা আর নিরলস ও কঠোর পরিশ্রমের বিনিময়ে আজ সমাজে সুপ্রতিষ্ঠিত একজন দক্ষ মানুষ। অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা ও জীবনমান উন্নয়নের জন্য প্রথম জীবনে দীর্ঘদিন ছিলেন প্রবাসে। প্রবাস জীবন শেষ করে দেশে এসে ব্যবসা শুরু করেন। কিন্তু দেশীয় সংস্কৃতি আর সরলতার কারনে আজিজুল হক ব্যবসায়িকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন।.

আজিজুল হক ভাই প্রায় অনেকটা দিশেহারা বনে যান। আর মনে মনে সংকল্প করেন আমাকে পুনরায় ঘুরে দাড়াতে হবেই। সেই দৃঢ় সংকল্পে তিনি তিনি আজ সফল। সততা,মেধা,সাধনা আর নিরলসভাবে কঠোর পরিশ্রমের বিনিময়ে আজ আজিজুল হক ভাই সমাজের সকলের কাছে গ্রহণযোগ্য ও সুপ্রতিষ্ঠিত একজন দক্ষ ও মানবিক মানুষ।.

আজিজুল হক ভাই বর্তমানে প্রগতি লাইফ ইনসুরেন্স লিমিটেড এর একজন দক্ষ এজিএম। জন্মস্থান ও পৈত্রিক ভিটা টাংগাইল সদরস্থ ভায়েটা ছোট বাসালিয়া গ্রামে।  বর্তমান কর্মস্থল এরিয়া টাংগাইল ও জামালপুর জেলা। উল্লেখ্য যে, মোঃ আজিজুল হক ভাইয়ের আপন ছোট ভাই "উজ্জ্বল " বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট এর একজন দক্ষ ও সফল এবং মানবিক পুলিশ। উজ্জ্বলের বর্তমান কর্মস্থল গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানায়। সাংবাদিক মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব বি এস এস এর কলেজ জীবনের অনেক স্মৃতিই জড়িয়ে আছে ভায়েটা ছোট বাসালিয়ায়।.

ভায়েটা ছোট বাসালিয়ায় লায়ন নজরুল ইসলাম কলেজের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব। কলেজে পড়াশোনা করা অবস্থায় বেশ কযেকজন ছাত্র ছাত্রীকে প্রাইভেট পড়াতাম। উজ্জ্বল ছিলো তাদের অন্যতম প্রধান একজন। সেই উজ্জ্বল একজন দক্ষ ও মানবিক পুলিশ। যা হোক জীবন যুদ্ধে বিজয়ী পুরুষ মোঃ আজিজুল হক ও তাঁর আপন ছোট ভাই উজ্জ্বল পুলিশকে "ডে নাইট নিউজ এ্যান্ড টিভি'র " পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন।. .

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব বি এস এস,

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ