বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট এর একজন সৎ, দক্ষ ও চৌকস পুলিশ অফিসার মোঃ শওকত আলী। তিনি পুলিশ ডিপার্টমেন্ট এর গর্ব এবং বাসাইল উপজেলার মিরিকপুরের কৃতি সন্তান। পুলিশের চাকরি করেও তিনি আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।.
"মানুষ মানুষের জন্য" এ স্লোগান কে সামনে রেখে সারাজীবন মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চান মানবতার ফেরিওয়ালা মানবিক পুলিশ অফিসার মোঃ শওকত আলী। পুলিশ ডিপার্টমেন্ট এর অনেক সদস্যই হয়তো দূর্ণীতির সাথে জড়িত কিংবা পুলিশের নাম শুনলে আমরা অনেকেই হয়তো নেগেটিভ মন্তব্য করি।কিন্তু সেদিক বিবেচনায় শওকত আলী মানবতার উজ্জ্বলতম নক্ষত্র।.
কেননা তাঁর চাকরি জীবনে তিনি কোন ঘুষ,দূর্ণীতির সাথে আপোষ করেননাই আর বাকী জীবনেও তা করবেননা। অত্যান্ত সুনামের সহিত তিনি পুলিশ ডিপার্টমেন্ট এ চাকরি করছেন এবং নিজ দায়িত্ব পালন করছেন। আমজনতার কেউই আজ পর্যন্ত তাঁর কাছে পুলিশি সেবা পেতে গিয়ে কোন রকম হয়রানির শিকার হয়েছে তার কোন নজির নেই। .
তারুণ্যের প্রতীক মানবিক পুলিশ হিসেবে তিনি সকলের কাছে অধিক গ্রহনযোগ্য ও প্রিয় এক নাম জনাব মোঃ শওকত আলী। তিনি একজন শিল্প, সাহিত্য ও সংস্কৃতি প্রিয় মানুষ। দেশজ সংস্কৃতির ধারক ও বাহক হিসেবেও তিনি এক অনন্য নাম। তিনি টাংগাইল সদরস্থ আলীসাকান্দা পীর এ কামেল হযরত মাওলানা মুহাম্মদ শাহ সুফী সৈয়দ আবুল কাশেম পাগল চাঁনের মাজার উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবেও যোগ্যতার পরিচয় দিয়েছেন।তিনি বর্তমানে কালিয়াকৈরে, গাজীপুর থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: