• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টেকনাফে জেলেদের নিয়ে ডিএনসির মাদকবিরোধী সচেতনতা সভা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪১ পিএম;
টেকনাফে জেলেদের নিয়ে ডিএনসির মাদকবিরোধী সচেতনতা সভা
টেকনাফে জেলেদের নিয়ে ডিএনসির মাদকবিরোধী সচেতনতা সভা

দিদারুল আলম( জিসান) : কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ উদ্যোগে জাতীয় মৎস্যজীবি সমিতি টেকনাফ পৌর শাখার সহযোগিতায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০১ এপ্রিল  সকাল সাড়ে এগারোটা পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া এলাকায় জাতীয় মৎস্যজীবি সমিতি'র টেকনাফ পৌর শাখার হলরুমে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।.

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এবং উপপরিদর্শক গোপাল কৃষ্ণ সাহা মাদক অপব্যবহারের অপূরণীয় ক্ষতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় পবিত্র কুরআনের সূরা বাকারা, সূরা মায়েদা এবং হাদিসের উদ্ধৃতিতে মদ/মাদকের অপব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  সিয়াম সাধনার এ মাসে ধর্মীয় পবিত্রতা রক্ষা করে জীবন গঠনের জন্য জেলে সম্প্রদায়ের কাছে আহ্বান জানানো হয় তারা।.

আলোচনা সভায় আরব বক্তব্য রাখেন, জাতীয় মৎসজীবি সমিতির টেকনাফ পৌর শাখার সভাপতি ও ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলমগীর, টেকনাফ পৌর শাখার সহ-সভাপতি মোঃ ইউসুফ কালু ও টেকনাফ পৌর ৯নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি আবু সিদ্দিক। এতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুফিজুর রহমান কালা, পৌর ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাজ্বী নুর হোছন, সাধারণ সম্পাদক লাল জোহার হলু সহ অনেকেই উপস্থিত ছিলেন।.

পরিশেষে মাদক সেবন ও পাচার থেকে বিরত থাকতে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ