"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট্ বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হতে যাচ্ছে। ২৪ জুলাই শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে মৎস্য সপ্তাহ। এই কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।.
২৪ জুলাই সোমবার সারে ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার উক্ত মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহের বিস্তারিত কর্মসূচিসমূহ সাংবাদিক ও মৎস্য জীবীদের সামনে তুলে ধরেন।.
কর্মসূচীর মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত এসব কর্মসূচি চলবে।.
এসময় উপস্থিত ছিলেন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর রেজা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন, ডিমলা প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান দুলালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ। এছাড়াও রামডাঙ্গা ভুতকুড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি অবিলাস চন্দ্র দাশ, বাবুরহাট মাছ বাজার সমিতির সহ-সভাপতি তহিদুল ইসলামসহ মৎস্যজীবী সদস্য, মৎস্যচাষী সদস্য এবং ইউনিয়ন প্রকল্পের লিফ উপস্থিত ছিলেন।. .
ডে-নাইট-নিউজ / জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: